Welcome to Abdur Rahman Degree College

sharifhcis@gmail.com

+8801710013427

আব্দুর রহমান ডিগ্রি কলেজ

ইআইআইএনঃ১৯৩৯৪৫, কলেজ কোড (এইস এস সিঃ) ৭৪৪, ডিগ্রিঃ ৪৯৩

প্রতিষ্ঠানে সর্বশেষ কার্যক্রম

আব্দুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা

ডা.আব্দুর রহমান সরকারের বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত পরিচয় –
এই মাটির বুকে কিছু মানুষ জন্ম নেন শুধু নিজেদের জন্য নয়, পুরো একটি সমাজের মুখ উজ্জ্বল করতে। তারা নিঃস্বার্থ, আত্মপ্রজ্বালিত আলোকবর্তিকা হয়ে জাতিকে পথ দেখান। এমনই একজন ছিলেন গফরগাঁওয়ের অমলিন গর্ব, দক্ষিণ অঞ্চলের সিংহপুরুষ— ডা. আব্দুর রহমান।


জন্ম ও শৈশব-

১৯০১ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তিত্ব। পিতা আস্কর আলী সরকার ও মাতা আলীমুন্নেছার কোলে জন্ম নেওয়া আব্দুর রহমান ছোটবেলা থেকেই ছিলেন চৌকস, মেধাবী ও শিক্ষানুরাগী।

শিক্ষা ও চিকিৎসা পেশায় পদার্পণ –
শিক্ষার সূচনা হয় নিজ গ্রামের স্কুলে। পরে তার পিতার প্রতিষ্ঠিত আস্কর আলী ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯২০ সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯২৩ সালে এফএ ও কলকাতা মেডিকেল কলেজ থেকে ১৯৩০ সালে এমবি পাশ করেন। এরপর কিছুদিন কলকাতায় চাকরি করলেও পিতার ইচ্ছায় ‘ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন’ থেকে ডিপিএইচ সম্পন্ন করে ১৯৩২ সালে ময়মনসিংহ জেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগ দেন।

জনগণের কাছে তিনি ‘হেলথ অফিসার’ নামেই পরিচিতি লাভ করেন। তার চাকরি জীবনে সততা, নিষ্ঠা ও সেবার মনোভাব ছিল অসাধারণ। কিংবদন্তি রয়েছে, তিনি অসংখ্য মানুষকে চাকরির সুযোগ করে দিয়েছেন।

সমাজসেবায় উজ্জ্বল পদচিহ্ন –
১৯৬২ সালে চীফ মেডিকেল অফিসার হিসেবে অবসর নেওয়ার পর তিনি মনোনিবেশ করেন সামাজিক উন্নয়নে। ময়মনসিংহে স্থায়ীভাবে বসবাসকারী ডা. আব্দুর রহমান ১৮টি স্কুলের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন, যার মধ্যে ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল অন্যতম।

তিনি শুধু চিকিৎসকই ছিলেন না, ছিলেন এক বলিষ্ঠ জনপ্রতিনিধিও। গফরগাঁও, নান্দাইল ও ভালুকা থানার আওতাধীন এলাকায় তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। ওই পরিষদে তিনি ডাক্তারি পেশাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার প্রস্তাব করেন, যা গৃহীত হয়— এবং এ এক ঐতিহাসিক অবদান।

শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা – 
শিক্ষা বিস্তারে ডা. আব্দুর রহমান ছিলেন এক নিবেদিতপ্রাণ সৈনিক। পিতার শিক্ষানুরাগের পথ অনুসরণ করে ১৯৬৫ সালে তিনি মাতার নামে ‘আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৬৯ সালে প্রতিষ্ঠা করেন ‘আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ’, যা পরবর্তীতে ডিগ্রি কলেজে রূপান্তরিত হয় এবং ১৯৭৪ সালে ডিগ্রি কলেজের মর্যাদা লাভ করে। কলেজের জন্য তিনি নিজেই প্রায় তিন একর জমি দান করেন।

মহাপ্রস্থান – 
ডা. আব্দুর রহমান ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক, মানবপ্রেমিক ও শিক্ষানুরাগী এক মহানপ্রাণ। তাঁর কর্মের দীপ্তি আজও গফরগাঁওবাসীর হৃদয়ে উজ্জ্বল হয়ে জ্বলে। ১৯৮১ সালের ৭ অক্টোবর এই মহান মানুষটি ইহলোক ত্যাগ করেন। রেখে যান তার সুপ্রতিষ্ঠিত পরিবার, স্বজন ও অগণিত গুণগ্রাহী।

অধ্যক্ষের বাণী

গৌরবময় অতীতের ধারাবাহিকতায়,প্রদীপ্ত বর্তমানের অণুপ্রেরণায় ও আশাব্যঞ্জক ভবিষ্যতের প্রতিশ্রুতিতে দক্ষিণ গফরগাঁওয়ের অহংকার—আব্দুর রহমান ডিগ্রি কলেজ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে।

বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে, যারা প্রতি বছর ফলাফলে অনন্য সাফল্য অর্জন করে কলেজের সুনাম সমুন্নত রাখছে। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি মূল্যবোধ, একটি চেতনা, একটি আদর্শের নাম।

আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান কেবল জ্ঞান বিতরণের মাধ্যম নয়—এটি এক সামাজিক দায়বদ্ধতার কেন্দ্র। সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদের পথচলা আরও আলোকিত হবে।

আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি—ডা. আব্দুর রহমানের স্বপ্নকে বুকে ধারণ করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে।

অধ্যক্ষ,
আব্দুর রহমান ডিগ্রি কলেজ
কান্দিপাড়া,পাগলা,গফরগাঁও,ময়মনসিংহ।

সভাপতির বাণী

গৌরবময় অতীত, দীপ্ত বর্তমান ও আশাব্যঞ্জক ভবিষ্যৎ—এই তিন স্তম্ভেই দাঁড়িয়ে আছে আমাদের শ্রদ্ধেয় ডা. আব্দুর রহমান প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি।

গফরগাঁওয়ের মাটি ও মানুষের মাঝে যিনি হয়ে উঠেছিলেন আলোকবর্তিকা, সেই দক্ষিণ অঞ্চলের সিংহপুরুষ ডা. আব্দুর রহমান শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই ছিলেন না—তিনি ছিলেন এক নিঃস্বার্থ সমাজসেবক, মানবপ্রেমিক ও শিক্ষাব্রতী।

তাঁর দূরদর্শী চিন্তা, প্রজ্ঞা ও মানবিক উদ্যোগের ফলেই আজকের এই প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে মাতার নামে প্রতিষ্ঠিত ‘আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়’ এবং ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ‘আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ’—যা পরবর্তীতে একটি সম্মানিত ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়—এসবই তাঁর শিক্ষানুরাগের উজ্জ্বল সাক্ষর।

বর্তমানে কলেজটিতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, এবং প্রতি বছরই শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি উন্নত করে চলেছে।

এই প্রতিষ্ঠান এখন কেবল একটি শিক্ষাঙ্গন নয়—এটি একটি মূল্যবোধের কেন্দ্র, একটি আদর্শের নাম। আমরা গর্বিত যে, ডা. আব্দুর রহমানের মতো মহৎ মানুষ আমাদের অতীতের পথপ্রদর্শক ছিলেন, এবং তাঁর আদর্শই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

এই প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভাপতি,
গভর্নিংবডি,আব্দুর রহমান ডিগ্রি কলেজ
কান্দিপাড়া,পাগলা,গফরগাঁও,ময়মনসিংহ।

0
Faculty
0
Defertment
0
Others

নোটিশ বোর্ড

গুরুত্বপূর্ণ লিংক

ফেসবুক পেজ

Cover for HostFlu
63
HostFlu

HostFlu

Fast & Secure Service

2 years ago

HostFlu
Register your favorite domain and launch a website now. Get Domain: hostflu.com ... See MoreSee Less
View on Facebook

2 years ago

HostFlu
Do you want a #website but have no clue where to start? Our #hosting plans have everything you need to get up and running quickly. Visit: hostflu.com or Call: +8801719-375526 ... See MoreSee Less
View on Facebook

প্রতিষ্ঠান পরিচিতি

১. প্রতিষ্ঠান সম্পর্কে
২. লক্ষ্য উদ্দেশ্য
৩. ইতিহাস
৪. অধ্যক্ষের পরিচিতি
৪. যোগাযোগের ঠিকানা

সহ পাঠ্যক্রম

১. প্রতিষ্ঠান সম্পর্কে
২. লক্ষ্য উদ্দেশ্য
৩. ইতিহাস
৪. অধ্যক্ষের পরিচিতি
৪. যোগাযোগের ঠিকানা

শিক্ষকদের তথ্য

১. প্রতিষ্ঠান সম্পর্কে
২. লক্ষ্য উদ্দেশ্য
৩. ইতিহাস
৪. অধ্যক্ষের পরিচিতি
৪. যোগাযোগের ঠিকানা

প্রশাসনিক তথ্য

১. প্রতিষ্ঠান সম্পর্কে
২. লক্ষ্য উদ্দেশ্য
৩. ইতিহাস
৪. অধ্যক্ষের পরিচিতি
৪. যোগাযোগের ঠিকানা

একাডেমিক তথ্য

১. প্রতিষ্ঠান সম্পর্কে
২. লক্ষ্য উদ্দেশ্য
৩. ইতিহাস
৪. অধ্যক্ষের পরিচিতি
৪. যোগাযোগের ঠিকানা

ইতিহাস

১. প্রতিষ্ঠান সম্পর্কে
২. লক্ষ্য উদ্দেশ্য
৩. ইতিহাস
৪. অধ্যক্ষের পরিচিতি
৪. যোগাযোগের ঠিকানা

Scroll to Top